নদী-নালার মাঝে বেড়ে ওঠার মজাই আলাদা । জোয়ারের সময় যখন পানিতে থৈ থৈ করতো তখন রাস্তার সামনে দাড়িয়ে সে দৃশ্য কত হাজার বার দেখেছি। এমন কি পানিতে ঝাপ দিয়ে সাঁতার কাটায় পাল্লা দিতাম। প্রতি আমাবশ্যার জোয়ারের পানিতেই এমন হত। বাতাসের শুধু ভোঁ-ভোঁ শব্দ হত। স্কুল থেকে এসে বইগুলো রেখেই বেরিয়ে পরতাম। বাড়ির অন্যদেরকে নিমন্ত্রন করতে ভুলতাম না।কালু,মালু,লালন,মধু,সুমন, ইমাম, সবাই একসাথে কতইনা বাহানা করতাম।সবাই একই ক্লাসে পড়তাম বলে মজাটা বেশি হত। তখন দিনের বেলা সবাই সাধু সাজতাম কিন্তু রাতের বেলা অন্য বাড়ির ডাব যেন ঝুণা হতে না পারে সে দিকেও খেয়াল রাখতাম ।সন্ধার পর জুয়েল গাজীর সিনেমা হলে সালমান শাহ-র ছবি দেখতে ভুল হত না। আমার চাচাতো নাম কুরুনি । ছবি দেখার পোকা ছিল। কাকা বছরে যা চাল খোরাক রাখত তার তিন ভাগের এক ঐ গাজীকে দিত । বিনিময়ে শুধু ছবি দেখত। অন্য রকম এক মজা হত। বিকালবেলা সব ধরনের খেলাধুলা শেষ করে সন্ধার পর আবার গাজীর দোকানে আড্ডা । আমাদের গ্রামে প্রতি রবিবার হাট বসত যেটা আমাদের গ্রামের ঐতিহ্য বহন করতো । কিন্তু কালের বিবর্তনে তা আজ বিলুপ্ত প্রায় । তার পাশের প্রাইমারী স্কুলেই পড়তাম আমরা সবাই ।আসলে জীবনটা এমনই যা হারিয়ে যায় তা স্মৃতি হয়ে থাকে ।
তেল মেরে আপনি সুবিধা নিতে পারবেন কিন্তু নিজেকে একজন সৎ ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন না। আপনি যদি নিজেকে অদূরভবিষ্যতে কোন একটা ভাল অবস্থানে দেখতে চান,তাহলে নিজের মত প্লানিং করে চলুন। পথ চলার প্রতিটা সময়েই আপনি কিছু ভাল পাবেন আবার কিছু খারাপ মানুষও পাবেন। কিছু মানুষ থাকবে যারা আপনাকে সাহায্য করার পরিবর্তে বাশেঁর ঝাড় কিনে রাখবে আর তা মাসে মাসে আপনাকে উপহার দিবে। আবার ভালো মানুষও পাবেন তারা আপনার উপকারে এগিয়ে আসবে । তাদের সাথে আপনার সব বিষয়ে বলতে পারেন।তাও পরিমাপের অতিরিক্ত কিছু না।তবে জীবনের প্রতিটা সময় সৎ থাকবেন। তাহলে উচুঁ গলায় কথা বলতে পারবেন। অন্ততো নিজের কাঠগরায় নিজেকে দাড় করাতে হবেনা। প্রতিটা মানুষই সৎ ও চরিত্রবান হয়ে জম্মগ্রহন করে। কিন্তু অনেক সময় পারিপার্শিকতার কারনে তা হারিয়ে ফেলে। মানুষকে সম্মান করুন তার মানে এই নয় যে তাকে কূর্নিশ করে চলুন । কাউকেই ছোট মনে করা যাবেনা ।তবে ব্যাক্তি পুজা করা যাবেনা । ইদানিং আমাদের দেশে ব্যাক্তী পুজাটা খুব বেড়ে গেছে। কিছু কিছু লোক আছে পারলে তেলও মালিশ করে দেয়। কিছু লোক আছে শুধু হ্যাডাম দেখায় বলে জানিস আমি কে ? তখন...
Comments