Skip to main content

Technology Concern


Now-a-days I have noticed that respect is decreasing day by day from our family, society even world-wide. I think technology has a vital role behind it. 10 or 15 years ago a boy or a girl had a better relation with his parents but at present we can’t feel it. 15 years ago children had been spend their free time with his parents. They have been also gossiped with their elders. Lots of things had been shared with others member of family. But at present it is decreasing day by day. That is the main concern of our all society. Boys spend their free time with their other friends. This friends is technology like mobile, computer, laptop ext. Now technology gives them company. So they don’t share anything like before. Boys and parents have no understanding like before. Relation of understanding is not enough in this stage. A huge gap between of family members. After few years which can be a big disaster for our family and society.

Comments

Popular posts from this blog

আসুন ব্যাক্তিপুজাকে না বলি ।

তেল মেরে আপনি সুবিধা নিতে পারবেন কিন্তু নিজেকে একজন সৎ ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন না। আপনি যদি নিজেকে অদূরভবিষ্যতে কোন একটা ভাল অবস্থানে দেখতে চান,তাহলে নিজের মত প্লানিং করে চলুন। পথ চলার প্রতিটা  সময়েই আপনি কিছু ভাল পাবেন আবার কিছু খারাপ মানুষও পাবেন। কিছু মানুষ থাকবে যারা আপনাকে সাহায্য করার পরিবর্তে বাশেঁর ঝাড় কিনে রাখবে আর তা মাসে মাসে আপনাকে  উপহার দিবে। আবার ভালো মানুষও পাবেন তারা আপনার উপকারে এগিয়ে আসবে । তাদের সাথে আপনার সব বিষয়ে বলতে পারেন।তাও পরিমাপের অতিরিক্ত কিছু না।তবে জীবনের প্রতিটা সময় সৎ থাকবেন। তাহলে উচুঁ গলায় কথা বলতে পারবেন। অন্ততো নিজের কাঠগরায় নিজেকে দাড় করাতে হবেনা। প্রতিটা মানুষই সৎ ও চরিত্রবান হয়ে জম্মগ্রহন করে। কিন্তু  অনেক সময় পারিপার্শিকতার কারনে তা হারিয়ে ফেলে। মানুষকে সম্মান করুন তার মানে এই নয় যে তাকে কূর্নিশ করে চলুন । কাউকেই ছোট মনে করা যাবেনা ।তবে ব্যাক্তি পুজা করা যাবেনা । ইদানিং আমাদের দেশে ব্যাক্তী পুজাটা খুব বেড়ে গেছে। কিছু কিছু লোক আছে পারলে তেলও মালিশ করে দেয়। কিছু লোক আছে শুধু হ্যাডাম দেখায় বলে জানিস আমি কে ? তখন...

কাটাখালীতে আমাদের শৈশব

নদী-নালার মাঝে বেড়ে ওঠার মজাই আলাদা  । জোয়ারের সময় যখন পানিতে থৈ থৈ করতো তখন রাস্তার সামনে দাড়িয়ে সে দৃশ্য কত হাজার বার দেখেছি। এমন কি পানিতে ঝাপ দিয়ে সাঁতার কাটায় পাল্লা দিতাম। প্রতি আমাবশ্যার জোয়ারের পানিতেই  এমন হত। বাতাসের শুধু  ভোঁ-ভোঁ শব্দ হত। স্কুল থেকে এসে বইগুলো রেখেই বেরিয়ে পরতাম। বাড়ির অন্যদেরকে নিমন্ত্রন করতে ভুলতাম না।কালু,মালু,লালন,মধু,সুমন, ইমাম, সবাই একসাথে কতইনা বাহানা করতাম।সবাই একই ক্লাসে পড়তাম বলে মজাটা বেশি হত। তখন দিনের বেলা সবাই সাধু সাজতাম কিন্তু রাতের বেলা অন্য বাড়ির ডাব যেন ঝুণা হতে না পারে সে দিকেও খেয়াল রাখতাম ।সন্ধার পর জুয়েল গাজীর সিনেমা হলে সালমান শাহ-র ছবি দেখতে ভুল হত না। আমার চাচাতো নাম  কুরুনি । ছবি দেখার  পোকা ছিল। কাকা বছরে যা চাল খোরাক রাখত তার তিন ভাগের এক ঐ গাজীকে দিত । বিনিময়ে শুধু ছবি দেখত। অন্য রকম এক মজা হত। বিকালবেলা সব ধরনের খেলাধুলা শেষ করে সন্ধার পর আবার গাজীর দোকানে আড্ডা । আমাদের গ্রামে প্রতি রবিবার হাট বসত যেটা আমাদের গ্রামের ঐতিহ্য বহন করতো । কিন্তু কালের বিবর্তনে তা আজ বিলুপ্ত প্রায় । তার পাশের ...

করোনা আমাদের পাপের ফল।

👁️‍🗨️পৃথিবী সুস্থ হচ্ছে,বায়ূ দূষণ কমছে,পানি দূষণ কমছে,প্রানীকুল স্বাভাবিক হতে শুরু করেছে।আসলে করোনা ভাইরাস পৃথিবীর ঔষধ।যার উপকারিতা হচ্ছে সারা পৃথিবীতে ৫০% বায়ু দূষণ কমেছে। 👉বায়ু ,জল,ভূমি দূষণ কমছে। 👉পেট্রোলিয়াম,কয়লা থেকে নানা  সম্পদের অপচয় কমছে। 👉বিদ্যুত শক্তির অপচয় কমছে। 👉অরণ্য নিধন কমছে। 👉প্রাণী হত্যা কমছে। 👉যুদ্ধ দাঙ্গা কমছে। 👉ঘৃণ্য রাজনীতি কমছে। 👉বিলাসিতা কমছে। 👉অবৈধ নির্মাণ,অবৈধ দখল ও নানা অবৈধ কারবার  কমছে। 👉যন্ত্রনাদায়ী শব্দদানবের উৎপাত কমছে। 👉খুন ধর্ষণের মতো জঘন্য অপরাধ কমছে। 👉পথ দুর্ঘটনা কমছে। 👉পরনিন্দা পরচর্চা কমছে। 👉আইন অমান্য করার প্রবণতা কমছে।  👉দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।       👁️‍🗨️অন্যদিকে👁️‍🗨️ 👉সহযোগিতা,সহমর্মিতার মতো বিভিন্ন গুণাবলীর বিকাশসাধন ঘটছে। 👉পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস গড়ে উঠছে। 👉পরিবেশ ও সমাজ সম্পর্কে সচেতনতা বাড়ছে। 👉সংরক্ষণের মানসিকতা গড়ে উঠছে। 👉অসৎ মনে ভয় ধরেছে। 👉বই পড়ার অভ্যাস ফিরে আসছে। 👉বাতাসে অক্সিজেনের পরিমাণ বাড়ছে। 👉স্বাস্থ্য সচেতনতা বাড়ছে। 👉সাম্য, ঐক্য ,স...

some words of success

Bangladesh is a country in transition with many opportunities. it has achieved tremendous progress in terms of reducing extreme poverty,changing its agro-based economy into the industry and service-based order,making some shining successes in M.D.Gs and towards sustainable development,and using geo-economic as well as geostrategic strength.But Bangladesh`s sustainable developmental dream highly depends on how the state is going to visualize its challenges of developmental sustainablity.if Bangladesh follows the pathway of economic development only without ensuring political ,social and cultural development,then the vision of sustainable development will be a far cry. In the point of view the government takes many expeditions against different anti-social activities like casino,drug and corruption.