👁️🗨️পৃথিবী সুস্থ হচ্ছে,বায়ূ দূষণ কমছে,পানি দূষণ কমছে,প্রানীকুল স্বাভাবিক হতে শুরু করেছে।আসলে করোনা ভাইরাস পৃথিবীর ঔষধ।যার উপকারিতা হচ্ছে সারা পৃথিবীতে ৫০% বায়ু দূষণ কমেছে।
👉বায়ু ,জল,ভূমি দূষণ কমছে।
👉পেট্রোলিয়াম,কয়লা থেকে নানা সম্পদের অপচয় কমছে।
👉বিদ্যুত শক্তির অপচয় কমছে।
👉অরণ্য নিধন কমছে।
👉প্রাণী হত্যা কমছে।
👉যুদ্ধ দাঙ্গা কমছে।
👉ঘৃণ্য রাজনীতি কমছে।
👉বিলাসিতা কমছে।
👉অবৈধ নির্মাণ,অবৈধ দখল ও নানা অবৈধ কারবার কমছে।
👉যন্ত্রনাদায়ী শব্দদানবের উৎপাত কমছে।
👉খুন ধর্ষণের মতো জঘন্য অপরাধ কমছে।
👉পথ দুর্ঘটনা কমছে।
👉পরনিন্দা পরচর্চা কমছে।
👉আইন অমান্য করার প্রবণতা কমছে।
👉দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।
👁️🗨️অন্যদিকে👁️🗨️
👉সহযোগিতা,সহমর্মিতার মতো বিভিন্ন গুণাবলীর বিকাশসাধন ঘটছে।
👉পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস গড়ে উঠছে।
👉পরিবেশ ও সমাজ সম্পর্কে সচেতনতা বাড়ছে।
👉সংরক্ষণের মানসিকতা গড়ে উঠছে।
👉অসৎ মনে ভয় ধরেছে।
👉বই পড়ার অভ্যাস ফিরে আসছে।
👉বাতাসে অক্সিজেনের পরিমাণ বাড়ছে।
👉স্বাস্থ্য সচেতনতা বাড়ছে।
👉সাম্য, ঐক্য ,সৌভ্রাতিত্ব বাড়ছে।
👉এক কথায় মানুষ নতুন করে ভাবতে শুরু করেছে।
🚪ভয় কিসের এই তো দুদিন পূর্বে এমন স্বর্ণ যুগের কামনা করেছি ঈশ্বরের কাছে। নিশ্চয়ই আবার আমরা বলব ,যা হয়েছে ভালোই হয়েছে।
🔗সাবধানে থাকুন, সুস্থ থাকুন।
👉বায়ু ,জল,ভূমি দূষণ কমছে।
👉পেট্রোলিয়াম,কয়লা থেকে নানা সম্পদের অপচয় কমছে।
👉বিদ্যুত শক্তির অপচয় কমছে।
👉অরণ্য নিধন কমছে।
👉প্রাণী হত্যা কমছে।
👉যুদ্ধ দাঙ্গা কমছে।
👉ঘৃণ্য রাজনীতি কমছে।
👉বিলাসিতা কমছে।
👉অবৈধ নির্মাণ,অবৈধ দখল ও নানা অবৈধ কারবার কমছে।
👉যন্ত্রনাদায়ী শব্দদানবের উৎপাত কমছে।
👉খুন ধর্ষণের মতো জঘন্য অপরাধ কমছে।
👉পথ দুর্ঘটনা কমছে।
👉পরনিন্দা পরচর্চা কমছে।
👉আইন অমান্য করার প্রবণতা কমছে।
👉দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।
👁️🗨️অন্যদিকে👁️🗨️
👉সহযোগিতা,সহমর্মিতার মতো বিভিন্ন গুণাবলীর বিকাশসাধন ঘটছে।
👉পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস গড়ে উঠছে।
👉পরিবেশ ও সমাজ সম্পর্কে সচেতনতা বাড়ছে।
👉সংরক্ষণের মানসিকতা গড়ে উঠছে।
👉অসৎ মনে ভয় ধরেছে।
👉বই পড়ার অভ্যাস ফিরে আসছে।
👉বাতাসে অক্সিজেনের পরিমাণ বাড়ছে।
👉স্বাস্থ্য সচেতনতা বাড়ছে।
👉সাম্য, ঐক্য ,সৌভ্রাতিত্ব বাড়ছে।
👉এক কথায় মানুষ নতুন করে ভাবতে শুরু করেছে।
🚪ভয় কিসের এই তো দুদিন পূর্বে এমন স্বর্ণ যুগের কামনা করেছি ঈশ্বরের কাছে। নিশ্চয়ই আবার আমরা বলব ,যা হয়েছে ভালোই হয়েছে।
🔗সাবধানে থাকুন, সুস্থ থাকুন।
Comments