আমি আসলে কে ? আমি কতটুকু দামী ? আমার স্থায়ীত্ব কতকাল ? আমার গন্তব্য কোথায় ?
এই সব প্রশ্ন এর উত্তর আমরা জানিনা । কি করে জানব,আমি তো দুনিয়ার মাঝেই ডুবে আছি। আমি তো আমাতে মত্ত, আমার ভাবনায় তো শুধু অর্থ-বিত্ত। আমার এটা লাগবে,আমার ওটা লাগবে,আমার গাড়ি লাগবে,আমার বাড়ি লাগবে । আমার চাই চাই আরো চাই আর এভাবেই একদিন অফুরন্ত কষ্ট নিয়ে দুনিয়া থেকে হারিয়ে যাই। আল্লাহ্ যদি এই পৃধিবীর সবাইকে একটি করে স্বর্নের পাহাড় দিত তারপরেও তারা বলত আমাদের আরো লাগবে। এভাবে চাইতে চাইতে যখন তাদের স্বর্নের পাহাড়ের চাহিদা পুরন হত তখন তারা বলত আল্লাহ্ এবার আমাদের একটা ডায়মন্ড এর পাহাড় দাও।মানুষের চাহিদা কোথায় গিয়ে যে ঠেকবে স্বয়ং আল্লাহ্ও জানেনা।কিসের এত চাহিদা ? তোমার সাথে যে সাদা কাপড় যাবে সেটাও তো তোমার টাকার না। তাহলে এত খাই খাই কেন?
Comments