তেল মেরে আপনি সুবিধা নিতে পারবেন কিন্তু নিজেকে একজন সৎ ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন না। আপনি যদি নিজেকে অদূরভবিষ্যতে কোন একটা ভাল অবস্থানে দেখতে চান,তাহলে নিজের মত প্লানিং করে চলুন। পথ চলার প্রতিটা সময়েই আপনি কিছু ভাল পাবেন আবার কিছু খারাপ মানুষও পাবেন। কিছু মানুষ থাকবে যারা আপনাকে সাহায্য করার পরিবর্তে বাশেঁর ঝাড় কিনে রাখবে আর তা মাসে মাসে আপনাকে উপহার দিবে। আবার ভালো মানুষও পাবেন তারা আপনার উপকারে এগিয়ে আসবে । তাদের সাথে আপনার সব বিষয়ে বলতে পারেন।তাও পরিমাপের অতিরিক্ত কিছু না।তবে জীবনের প্রতিটা সময় সৎ থাকবেন। তাহলে উচুঁ গলায় কথা বলতে পারবেন। অন্ততো নিজের কাঠগরায় নিজেকে দাড় করাতে হবেনা। প্রতিটা মানুষই সৎ ও চরিত্রবান হয়ে জম্মগ্রহন করে। কিন্তু অনেক সময় পারিপার্শিকতার কারনে তা হারিয়ে ফেলে। মানুষকে সম্মান করুন তার মানে এই নয় যে তাকে কূর্নিশ করে চলুন । কাউকেই ছোট মনে করা যাবেনা ।তবে ব্যাক্তি পুজা করা যাবেনা । ইদানিং আমাদের দেশে ব্যাক্তী পুজাটা খুব বেড়ে গেছে। কিছু কিছু লোক আছে পারলে তেলও মালিশ করে দেয়। কিছু লোক আছে শুধু হ্যাডাম দেখায় বলে জানিস আমি কে ? তখন...
Comments